বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২২ এর এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "Preventing Antimicrobial Resistance Together.” বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ এর "ফার্মা বি ক্লাব" এর আয়োজনে প্রতিবারের ন্যায় এবারো পালিত হয় অ্যান্টিমাইক্রবিয়াল সচেতনতা সপ্তাহ। এ উপলক্ষে বিভিন্ন কার্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য ছিল জনসাধারণ এর মাঝে লিফলেট বিতরণ, সচেতনতা মূলক র্যালি, চিত্রাঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতা এবং সেমিনার। গত ২১ নভেম্বর, সকাল ৯ঃ৩০ মিনিটে ফার্মেসী বিভাগ এর শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে একটি র্যালি তালাইমারী থেকে শুরু হয়ে কাজলায় শেষ হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্মানাধীন স্থায়ী ক্যাম্পাস এ একটি সেমিনার এর আয়োজন করা হয়।উক্ত সেমিনার এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ- উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফায়জার রহমান, টিম ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর শ্রদ্ধেয় এ জি এম ও প্ল্যান্ট ইনচার্জ জনাব আমিনুর রহমান। সেমিনার এ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদ এর সম্মানিত ডীন প্রফেসর ড. সিতেশ চন্দ্র বসার এবং শ্রদ্ধেয় ড. মো. আজিজুল হক আজাদ, মেডিসিন ও রিউমাটোলজি বিশেষজ্ঞ, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেমিনার এর সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগের সম্মানিত কো- অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ। এছাড়াও উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের সকল শিক্ষকমন্ডলী ও সকল শিক্ষার্থীবৃন্দ।সেমিনার এর সঞ্চালনা করেন ফার্মেসী বিভাগের সম্মানীত সহকারী অধ্যাপক নুরুন্নাহার ও প্রভাষক সাদ আহম্মেদ সামি। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, তিনি অ্যান্টিবায়োটিক এর যথেচ্ছ অপ্রয়োজনীয় ও অতিব্যাবহার কেই অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন এবং বলেন এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স সার্বজনীন স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং উন্নয়ন এ বিরাট এক হুমকি স্বরূপ। সেমিনার এ উপস্থিত মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড.মো. ফয়জার রহমান তার বক্তব্যে বলেন অসচেতনতার কারণেই অ্যান্টিবায়োটিক এর অতিব্যবহার হয়ে আসছে যা মানবদেহের ইমিউনাইজেসন ক্ষমতা নষ্ট করে দিচ্ছে যার ফলে কোনো রোগের ক্ষেত্রে যথাযথ ঔষধ প্রয়োগ করেও আমরা তার সুফল পাচ্ছি না। প্রধান আলোচক প্রফেসর ড. সিতেশ চন্দ্র বসার, অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স কী, এর কারণ, করণীয় সহ বিবিধ বিষয়ে একটি তথ্যবহুল আলোচনা করেন এবং উল্লেখ করেন কমিউনিটি তে কোনো জায়গায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নাই যারা অ্যান্টিবায়োটিক এর সঠিক ব্যাবহার সম্পর্কে সচেতন করবেন, চিকিৎসক এর প্রেসক্রাইব করা প্রেসক্রিপ্সন কতটা যৌক্তিক তা নির্ধারণ করবেন,ফার্মাকোভিজিলেন্স সম্পর্কে ধারণা দিবেন। প্রধান আলোচক ডা. আজিজুল হক আজাদ বলেন, "আমাদের এখন ওয়ান হেলথ প্রসেস অনুযায়ী হিউম্যান, এনিমেল এবং ইকোসিস্টেম এই ৩ টা সম্পদ একসাথে পর্যবেক্ষন করতে না পারলে আমরা কোনো প্যানডেমিক কেই মোকাবেলা করতে পারবোনা" এবং উল্লেখ করেন এখন আমাদের সিনথেটিক অ্যান্টিবায়োটিক এর দিকে অগ্রসর হতে হবে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার বলেন, সাস্থ্য সেবা উন্নয়নে ডাক্তার, নার্স,ফার্মাসিস্ট ও পুষ্টিবীদ এই চার জন এর উপস্থিতি আবশ্যক। বিশেষ অতিথি টিম ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর শ্রদ্ধেয় এ জি এম ও প্ল্যান্ট ইনচার্জ আমিনুর রহমান কিভাবে এই সপ্তাহ পালন করলে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা সম্ভব তা নিয়ে আলোচনা করেন। উক্ত সেমিনারের সভাপতি ফার্মেসী বিভাগের কো - অরডিনেটর প্রফেসর. ড. তারান্নুম নাজ এবং উপাচার্য মহোদয় সকল অতিথিবৃন্দের হাতে শুভেচ্ছাস্মারক তুলে দেয়ার মাধ্যমে সন্মানিত করেন এবং সমাপনী বক্তব্য রাখেন ফার্মেসী বিভাগের কো - অরডিনেটর প্রফেসর. ড. তারান্নুম নাজ। তিনি বলেন, "শুধুমাত্র রেজিষ্টার্ড চিকিৎসক এর প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক রোগীদের সরবরাহ করা যাবে না। এন্টিমাইক্রোবিয়াল এর কুফল সম্পর্কে জনগনকে অবহিত করতে হবে। এই জন্য দরকার জনসচেতনতা সৃষ্টি করা। ভবিষৎতে আমরা সুস্থ জাতি হিসেবে গড়ে উঠতে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টান্স প্রতিরোধ তৈরী করতে হবে। এখন সময়োপযোগী সিদ্ধান্তে উপনীত হয়ে এন্টিবায়োটিকের অপব্যবহার বিপক্ষে সচেতন হওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। না হলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় পড়তে হবে।", পরবর্তীতে সকল ধন্যবাদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। উক্ত আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফার্মা বি ক্লাবের প্রেসিডেন্ট, ফার্মেসী বিভাগের প্রভাষক নুজহাত তাসনিম আমীন এবং কোষাধ্যক্ষ, বিভাগের প্রভাষক সানজিয়া মেহজাবিন।