ফার্মেসী বিভাগের "Course Ending Day & Prize Giving Ceremony" অনুষ্ঠিত

ফার্মেসী বিভাগের "Course Ending Day & Prize Giving Ceremony" অনুষ্ঠিত

গত ৬ ই ডিসেম্বর অনুষ্ঠিত হয় ফার্মেসী বিভাগের ফার্মা বি ক্লাব কর্তৃক আয়োজিত বিদায়ী ব্যাচের Course Ending Day & Prize Giving Ceremony. উক্ত আয়োজনে সভাপতিত্বে ছিলেন ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ, ফার্মেসী বিভাগের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুভসূচনা করেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক নুরুন্নাহার। পরবর্তীতে ইনডোর গেমস ২০২২ এবং বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রবন্ধ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়। ফার্মেসী বিভাগের কার্যাবলি সম্পর্কিত তথ্যচিত্র তৈরির জন্য শুভেচ্ছা উপহার প্রদান করা হয় মোঃ রাকিব হাসান, শারমিন ইসলাম রিয়া ও শরৎ কুমার মন্ডল কে। সামার ২০২২ এর বিদায়ী ১৩ ব্যাচের সকলের হাতে শুভেচ্ছাস্মারক তুলে দেন বিভাগের শিক্ষকমণ্ডলী এবং সেই সাথে ফার্মেসী বিভাগের একাডেমিক, কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার বিভিন্ন ক্ষেত্রে অবদানের প্রেক্ষিতে ১০ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ, বিদায়ী ব্যাচের সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সকলকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফার্মেসী বিভাগের প্রভাষক নুজহাত তাসনিম আমীন এবং প্রভাষক সানজিয়া মেহজাবিন।