বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘জেসিএমএস রিপোর্টার্স টক’

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘জেসিএমএস রিপোর্টার্স টক’

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে ‘জেসিএমএস রিপোর্টার্স টক’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে এ রিপোর্টার্স টক অনুষ্ঠিত হয়। এসময় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট এ এস এম আতিকুর রহমান।

এ সময় তিনি বিভাগের সকল শিক্ষার্থীদের সাথে তার সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

বিভাগের প্রভাষক রমজান আলীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, বিভাগের সহকারী অধ্যাপক ছালমা জান্নাত উর্মি, প্রভাষক সাজ্জাদ হোসেন। পরে প্রধান বক্তাকে বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ।