‘কালি ও কলম’ পুরস্কার পেলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক নিবেদিতা রায়

‘কালি ও কলম’ পুরস্কার পেলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক নিবেদিতা রায়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক নিবেদিতা রায় ’কৈবর্ত জাতিবর্ণের ইতিহাস’ গবেষণা গ্রন্থের জন্য আইএফআইসি ব্যাংক নিবেদিত কালি কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২২ লাভ করেছেন।

শনিবার(২৮/০১-২০২৩) বিকেলে রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ ও গবেষণা এবং শিশু-কিশোর সাহিত্য—এই চার ক্যাটাগরিতে কালি কলম তরুণ কবি ও লেখক পুরস্কার দেয়া হয়। নিবেদিতা রায় প্রবন্ধ ও গবেষণা ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন।

‘কালি ও কলম’ সাহিত্য শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা। সাহিত্যের সৃজনধারায় গতি সঞ্চারের উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে বাংলাদেশের নবীন কবি ও লেখকদের ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ দিয়ে আসছে পত্রিকাটি। এ পর্যন্ত ৫৪ জন কবি ও লেখক এই পুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ মনজুরুল ইসলাম। পুরস্কার পাওয়া বিজয়ীদের অভিনন্দন জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান।