বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহের প্রোগ্রামগুলো বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক অনুমোদনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে জানুয়ারি ২৯, ২০২৩ তারিখ আইকিউএসি এর তত্ত্বাবধানে একটি সেমিনার আয়োজন করা হয়। সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘মেইনট্রেইনিং কোর্স ফাইল অ্যাকোরডিং টু ওবিই কারিকুলাম’ । সেমিনারটি উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ আবদুল গোফ্ফার খান। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালকবৃন্দসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পিস্যাক (প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটি) এর সদস্যমণ্ডলী।