বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইন ও মানবাধিকার বিভাগের কর্তৃক আয়োজিত ‘Law Students Career Prospects and Preparation’ সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইন ও মানবাধিকার বিভাগের কর্তৃক আয়োজিত ‘Law Students Career Prospects and Preparation’ সেমিনার অনুষ্ঠিত

শীতের পড়ন্ত বিকেল আর কুয়াশাচ্ছন্ন শুষ্ক আবহাওয়া। কিন্তু সেই ঘনকুয়াশার মাঝেই আলোর প্রভাত হয়ে বিগত ১৪ ই জানুয়ারী, ২০২৩ ইং তারিখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগকে আলোকিত করতে এসেছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিজ্ঞ বিচারপতি মহোদয় জনাব মোঃ এমদাদুল হক। তিনি এসেছিলেন আইনের জগতকে ভালোবেসে এবং আইনের শিক্ষার্থীদের বহুমুখী পেশার সম্ভাবনার কথা জানাতে। শুধু তাই নয়, তিনি এসেছিলেন নবীন শিক্ষার্থীদের উজ্জীবিত করতে, পেশাজীবনের বিভিন্ন প্রস্তুতি ছাত্রাবস্থাতেই নেয়া যায় সে বিষয়ে বিস্তারিত ধারণা দিতে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক বিজ্ঞ বিচারপতি মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার বিভাগের মাননীয় কো-অরডিনেটর প্রফেসর আবু নাসের মোহাম্মাদ ওয়াহিদ স্যার। বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়য়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার স্যার। বর্ণীল এই অনুষ্ঠানকে রাঙ্গিয়ে রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।     

অনুষ্ঠান সূচনা বক্তব্য দেন আইন ও মানবাধিকার বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী অনিতা রানী। এরপর, প্রধান অতিথি, সাবেক বিজ্ঞ বিচারপতি মহোদয় তাঁর অমূল্য কিছু বক্তব্য রাখেন। শুরুতেই তিনি আরও একবার মনে করিয়ে দেন ‘বরেন্দ্র’ নামের তাৎপর্য- যা কিনা ঈশ্বর এর আশীর্বাদ। এরপর তিনি বেছে নেন চারজন শিক্ষার্থী এবং প্রদর্শন করেন কিছু বাস্তব কোর্ট এর মধ্যকার দৃশ্য-যা সবার নজর কাড়ে। তাঁর বহুমূল্য বক্তৃতার শুরুতেই ফুটে ওঠে একজন আইনের শিক্ষার্থীর কিছু অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য- যার অভাবে অঙ্কুরেই ঝরে পড়ে অনেক স্বপ্ন। সেখানে সবথেকে গুরুত্যপূর্ণ বিষয় ছিল কিভাবে আমাদের মুল্যবান সময়কে প্রতিদিন সর্বোচ্চ কাজে লাগান যায় এবং কিভাবে নিজেদের প্রতি আরও বেশি যত্নশীল হওয়া যায়- যেহেতু মানুষের জীবনসীমা অতীব সংক্ষিপ্ত। এরপর তিনি বিস্তর ধারণা দেন কিভাবে একজন শিক্ষার্থী তার নিজের লক্ষ্যে পৌছাতে পারে- বিশেষ করে আইনের শিক্ষার্থীবৃন্দের পেশাগত জীবনে বিচারক এবং আইনজীবী হবার ক্ষেত্রে। আরেকটি গুরুত্যপূর্ণ বিষয় ছিল যে- প্রতিদিনকে লক্ষ্য পূরণের জন্য কাজে লাগানো, তাহলে সবকিছুই সম্ভব হয়ে ওঠে। পরিশেষে তিনি রুটিন-মাফিক লেখাপড়ার জন্য বিশেষ জোর দেন- যা কিনা যেকোনো সাফল্যের চাবিকাঠি। আর এর মধ্য দিয়েই তিনি তার তথ্যবহুল এবং অনুপ্রেরণামূলক বক্তব্যের সমাপ্ত করেন।

অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়য়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার স্যার। তিনি অপূর্বভাবে তুলে ধরেন শিক্ষার্থীদের জন্য অবশ্য পালনীয় কিছু কর্তব্য- যেগুলো একজন মানুষকে নিয়ে যেতে পারে বহুদুর। সবশেষে তিনি উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দ এবং আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষকবৃন্দকে খুব উৎসাহের সাথে আলোকিত মানুষ হবার প্রচেষ্টা চালিয়ে যাবার প্রেরণা প্রদান করে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।

সবশেষে, আইন ও মানবাধিকার বিভাগের মাননীয় কো-অরডিনেটর প্রফেসর আবু নাসের মোহাম্মাদ ওয়াহিদ স্যার অত্যন্ত প্রাঞ্জল, তথ্যবহুল এবং উৎসাহপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাঁর সংক্ষিপ্ত এবং কার্যকারী বক্তব্যে ফুটে ওঠে আইন কে ভালোবেসে এবং আইন শেখার নিমিত্ত্যে অধ্যয়ন এর তাৎপর্য। তবে, সবথেকে বেশি গুরুত্যপূর্ণ বিষয়টি ছিল আইন কে কাজে লাগিয়ে, দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো- যেটা উপস্থিত সকলকে দারুনভাবে উজ্জীবিত করে। তিনি আরও বলেন, এতে করে শিক্ষার্থীরা সফলতা পাবেই, এবং হতে পারবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একেকটি উজ্জ্বল নক্ষত্র এবং নিয়ে যেতে পারবে আইন ও মানবাধিকার বিভাগকে দেশের প্রথম সারির আইন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে।  

এর মধ্য দিয়ে সমাপ্ত হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক আয়োজিত এ সেমিনার।