আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক নবীনদের সংবর্ধনা এবং পিঠা উৎসব পালিত

আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক নবীনদের সংবর্ধনা এবং পিঠা উৎসব পালিত

শীতের শুষ্ক আবহাওয়া কে বিদায় জানিয়ে রোদ্রজ্জল বসন্ত কে বরণ করে নিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক বিগত ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ ইং তারিখে আয়োজিত হয় নবীনবরণ ও পিঠা উৎসব। অনুষ্ঠান পালিত হয় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে।        

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়য়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ এম. ওসমান গণি তালুকদার স্যার; এবং অনুষ্ঠানের মধ্যমণী ছিল আইন ও মানবাধিকার বিভাগের ১ম সেমিস্টার এর শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার বিভাগের মাননীয় কো-অরডিনেটর প্রফেসর আবু নাসের মোহাম্মাদ ওয়াহিদ স্যার। বর্ণীল এই অনুষ্ঠানকে রাঙ্গিয়ে রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। স্থায়ী ক্যাম্পাসজুড়ে হরেক রকম স্টলেই ছিল বাহারি রকমের সব সুস্বাদু পিঠার ছড়াছড়ি আর সবার উপচে পড়া ভিড়। পুরো বিকেলজুড়েই ছিল উৎসবমুখর আমেজ।     

আনুমানিক বিকেল ৪.০০ টায়, অনুষ্ঠান সূচনা করেন আইন ও মানবাধিকার বিভাগের দশম সেমিস্টার এর শিক্ষার্থী সিরাজুম মুনিরা এবং শান্ত। এরপর, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ এর সম্মানিত শিক্ষকমণ্ডলীর পরিচিতি; বিভাগের নিয়মকানুন, অর্জন, সার্বিক পরিচিতি, এবং কারিকুলাম নিয়ে স্লাইড প্রদর্শনী ও বক্তব্য রাখেন প্রভাষক মাসরুর আব্দুল্লাহ আবিদ ও প্রভাষক মোঃ রায়হানুজ্জামান সোহান। এরপর, অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ ওসমান গনী তালুকদার স্যার কে পুষ্প-বরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠান ক্রমান্বয়ে অগ্রসর হয়।

এ পর্যায়ে পুষ্প-বরণ করে নেয়া হয় নবীনদের। বক্তব্য রাখে নবীনদের এবং প্রবীণদের মধ্য থেকে একজন করে। এরপর মূল্যবান বক্তব্য রাখেন আইন ও মানবাধিকার বিভাগের মাননীয় কো-অরডিনেটর প্রফেসর আবু নাসের মোহাম্মাদ ওয়াহিদ স্যার। তিনি অত্যন্ত প্রাঞ্জল, তথ্যবহুল এবং উৎসাহপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাঁর সংক্ষিপ্ত এবং কার্যকারী বক্তব্যে ফুটে ওঠে আইন কে ভালবেসে এবং আইন শেখার নিমিত্তে অধ্যয়ন এর তাৎপর্য তাতে  পেশাজীবনে সফলতা পাওয়া যাবে। তিনি আরও বলেন- “মানুষ এক অপার সম্ভাবনাময়য় প্রাণী, এবং যেকোনো কিছুই যে মানুষ পারে অর্জন করতে, সেই বিষয়টি। যার জন্য দরকার সময়ের সঠিক ব্যবহার এবং জটিল বিষয়াবলীর উপরে বেশি করে পরিশ্রম করা, তাহলেই সব সম্ভব।” - যেটা উপস্থিত সকলকে দারুনভাবে উজ্জীবিত করে। তিনি আরও বলেন, এতে করে শিক্ষার্থীরা সফলতা পাবে, এবং হতে পারবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়য়ের একেকটি উজ্জ্বল নক্ষত্র, নিয়ে যেতে পারবে আইন ও মানবাধিকার বিভাগকে দেশের প্রথম সারির আইন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে। সবশেষে তিনি গুরুত্ব দেন বিশ্ববিদ্যালয় জীবনকে মানবিক গুনাবলিতে পরিপূর্ণ করে সত্যিকারের মানুষ হবার জন্যে।    

অনুষ্ঠানের এ পর্যায়ে প্রধান অতিথি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়য়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ ওসমান গনী তালুকদার স্যার বক্তব্য রাখেন। তিনি অপূর্বভাবে তুলে ধরেন শিক্ষার্থীদের জন্য অবশ্য পালনীয় কিছু কর্তব্য- যেগুলো একজন মানুষকে নিয়ে জেতে পারে বহুদুর। সেখানে পাওয়া যায় কিছু বহুমূল্য গানিতিক সমীকরণ- যেগুলো আসলে একজন শিক্ষার্থীর লক্ষ্যে পৌঁছানোর জন্যে অত্যাবশ্যকীয় করনীয় বিষয়সমুহের প্রতিফলন। সবশেষে তিনি উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দ এবং আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষকবৃন্দকে খুব উৎসাহের সাথে আলকিত মানুষ হবার প্রচেষ্টা চালিয়ে যাবার প্রেরণা প্রদান করে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।

পরিশেষে, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই সমাপ্ত হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক আয়োজিত নবীনদের সংবর্ধনা এবং পিঠা উৎসব এর মধ্য দিয়ে বসন্ত বরণের এক  তাৎপর্যপূর্ণ শীতের বিকেলের।