বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের স্প্রিং ২০২৩ সেশনের নবীন বরণ অনুষ্ঠিত।
গত ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রোজ রবিবার ব্যবসায় প্রশাসন বিভাগের স্প্রিং ২০২৩ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগের পক্ষ থেকে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ড. কানিজ হাবিবা আফরিন।
ব্যবসায় প্রশাসন বিভাগের পরিচিতি ও নবীনদের ফুল দিয়ে বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নবাগতদের মধ্য থেকে অনুভূতি জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন স্প্রিং ২০২৩ সেশনের শিক্ষার্থীদের দুইজন। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মো: সিরাজুম মনির প্রতীক, মো: নাহিদ হাসান, অনিমা কর্মকার এবং প্রফেসর ড. মোখলেসুর রহমান। এরপর বিশেষ অতিথি ও বিভাগীয় প্রধান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা ও ভালো আচরণের অধিকারী হবার উপদেশ দেন। বিভাগের প্রধান তার বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে আসার জন্য এবং ক্যাম্পাসে সকলের সাথে ভালো আচরণ করার জন্য অনুপ্রাণিত করেন। তিনি আরো বলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষক নিয়মিত কাউন্সিলের মাধ্যমে শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে সর্বদা সচেষ্ট থাকেন।
অতঃপর বিভাগীয় প্রধানের বক্তব্যের মাধ্যমে নবীনবরণ স্প্রিং ২০২৩ এর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।