ফার্মেসী বিভাগ কর্তৃক "Preparing for Next Level" শীর্ষক ওয়ার্কশপ আয়োজিত

ফার্মেসী বিভাগ কর্তৃক "Preparing for Next Level" শীর্ষক ওয়ার্কশপ আয়োজিত

বর্তমান যুগে প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে প্রমাণ করা এবং পছন্দের ক্যারিয়ারে  দক্ষতা  প্রদর্শনের জন্য স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগ "Preparing for Next Level" নামক  ওয়ার্কশপের আয়োজন করে৷ উক্ত ওয়ার্কশপে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আবদুল্লাহ আল মারুফ, Head of Learning & Development, Soft Skill Development Center (SSDC), Co- Founder & CEO, Pulse Enterprise. ওয়ার্কশপটি সঞ্চালনায় ছিলেন ফার্মেসী বিভাগের প্রভাষক নুজহাত তাসনীম আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল, প্রেজেন্টেশন এবং স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে শিক্ষার্থীদের মাঝে স্বচ্ছ ধারণা প্রদান করা। পুরো ওয়ার্কশপটিকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয় এবং মূল বক্তা আবদুল্লাহ আল মারুফ বিভিন্ন "পাওয়ার পয়েন্ট " এবং ভিডিও প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে প্রেজেন্টেশন এবং কমিউনিকেশনে  দক্ষ হিসেবে গড়ে উঠার বিষয়ে বিস্তারিত আলোচনাসহ বিভিন্ন দিক  নির্দেশনা প্রদান করেন। ওয়ার্কশপের শেষভাগে প্রশ্নোত্তর পর্বে  তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সবশেষে বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ডঃ তারান্নুম নাজ তাঁর সমাপনী  বক্তব্যে ওয়ার্কশপটি সফলভাবে সমপন্ন করার জন্য মূল বক্তা এবং আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং  জনাব আবদুল্লাহ আল মারুফের হাতে ফুল এবং ক্রেস্ট প্রদান করে  অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা  করেন। ওয়ার্কশপটি সফলভাবে আয়োজনে কাজ করেন বিভাগের স্কিল ডেভেলপমেন্ট  কমিটি এবং ফার্মা- বি ক্লাব।