বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ গত ৪/৩/২০২৩ বার্ষিক বনভোজনের আয়োজন করে। শীতের শুভ্রতা মেখে গতকাল সকালে গুটিগুটি পায়ে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে যায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রাঙ্গন। এরপর বিভিন্ন সেমিস্টারের ১৭৫ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক নিয়ে সকাল ৭ টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নজর কাড়া তিনটি বাস। প্রায় এক ঘন্টার যাত্রা শেষে আমরা পৌঁছে যাই নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী আফগান আমলের শূর বংশের শেষ দিকের শাসক গিয়াসউদ্দীন বাহাদুর শাহ এর আমলে নির্মিত কুসুম্বা মসজিদে। ৪৫ মিনিটের এই যাত্রা বিরতিতে সকালের নাস্তা সেড়ে নেওয়া হয়। এই ৪৫মিনিট শিক্ষক ও শিক্ষার্থীদের পদচারাণায় ও ক্যামেরার ঝলকানিতে মেতে উঠে কুসুম্বা মসজিদ প্রাঙ্গন। এর পর যাত্রা শুরু হয় পাল আমলে নির্মিত উত্তরবঙ্গের সুপ্রাচীণ বিদ্যাপিঠ সোমপুর বিহারের উদ্দেশ্যে। হাসি, গান আর নাচে চোখের পলকেই আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে। ১১ টা ৩০ থেকে ১ টা পর্যন্ত শিক্ষার্থীরা নিবিড়ভাবে ঘুরে দেখে বাংলার এ ঐতিহ্যবাহী আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের ফেসবুক পোস্টে ফেসবুক হয়ে যায় বরেন্দ্রময়। দুপুরে খাওয়া দাওয়া শেষে শিক্ষক- শিক্ষার্থীদের খেলাধুলা ছিল মন মাতানো। এর পর শুরু হয় দীর্ঘ প্রতিক্ষিত লটারি! সবার স্নায়ু উত্তেজনা ছিল চোখে পড়ার মত। এরপর পুরস্কার বিতরণ শেষে আমরা বিকেল ৫ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা করি। রাত ৮ টা নাগাদ আমরা ফিরে আসি আমাদের প্রাণের ক্যাম্পাসে। আর এ পুরো সময় ধরে সাথে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মো. হাবিবুল্লাহ। তিনি এ বনভোজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমরা যা যা করতে চেয়েছি সব করতে পেরেছি। তিনি পিকনিকের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও সব সেমিস্টারের সিআরদের ধন্যবাদ জ্ঞাপন করেন।