গত ১১ মার্চ, ২০২৩ রোজ শনিবার, ফার্মেসী বিভাগের ফার্মা বি ক্লাব আয়োজন করে বার্ষিক বনভোজন ২০২৩। গন্তব্য স্থল ছিলো, নওগাঁ জেলার মান্দায় অবস্থিত ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ এবং ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার।
ফার্মেসী বিভাগের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীসহ আনুমানিক ২০০ জন, সকাল ৭:৪০ মিনিটে যাএা শুরু করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস যোগে। বাসে সকালের নাস্তা করা হয়। মান্দার কুসুম্বা মসজিদে প্রায় ৪০ মিনিটের যাএা বিরতিতে, সকলের পদচারণায় মুখরিত হয় কুসুম্বা প্রাঙ্গন। এরপর যাএা শুরু হয় পাহাড়পুরের উদ্দেশ্যে। ১:৩০ ঘন্টার যাএার শেষে পৌছে যায় পাহাড়পুর বৌদ্ধবিহারে। ঐতিহাসিক নিদর্শন গুলো ঘুরে দেখা ও জাদুঘর পরিদর্শনের পরবর্তীতে ছিলো খেলাধুলার আয়োজন। প্রায় ৮ ধরনের খেলাধুলায় মেতে উঠে শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুর ২:০০ টায় নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। শিক্ষার্থীদের নাচ, গান, কৌতুক, নাটকে মেতে উঠে সকলে। এরপর পুরষ্কার বিতরণ করা হয় খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে। পরবর্তীতে অনুষ্ঠিত হয় বহুল প্রত্যাশিত লটারির র্যাফেল ড্র। সবশেষে ৬:৩০ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় ফার্মেসী পরিবার। বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ, বনভোজন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।