আইন ও মানবাধিকার বিভাগে Mock Trial সেশন অনুষ্ঠিত

আইন ও মানবাধিকার বিভাগে Mock Trial সেশন অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক গত ২২ মার্চ ২০২৩ তারিখ
আয়োজিত হয়েছে Mock Trial সেশন। প্রতিযোগিতায় ১২শ সেমিস্টারের দুটি গ্রুপের মধ্যে 'রাষ্ট্র বনাম মুরাদ আলী' 
মামলার রাষ্ট্রপক্ষ ও  আসামীপক্ষদ্বয়ের মামলা পরিচালনা করেন শিক্ষার্থীবৃন্দ। ১২শ সেমিস্টারের কোর্সওয়ার্কের অংশ হিসেবে এই  মক ট্রায়ালের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষকমণ্ডলীসহ ১০ম ও ১১শ সেমিস্টারসহ  অন্যান্য ব্যাচের শিক্ষার্থীসমূহ।

মক ট্রায়ালে বিচারক হিসেবে ছিলেন জনাব মোঃ জিয়াউর রহমান, বিচারক, সাইবার ট্রাইব্যুনাল, রাজশাহী এবং
জনাব মোঃ সেফাতউল্লাহ, সিনিয়র সহকারী জজ, রাজশাহী সদর কোর্ট। বক্তব্যে মোঃ সেফাতউল্লাহ বলেন, প্রতিযোগীদের উপস্থাপনা অত্যন্ত চমৎকার ছিলো এবং তার কাছে মনে হয়েছে এটি একটি সত্যিকারের মামলা ছিলো। এছাড়াও তিনি নিজের পেশাগত জীবনের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের মামলা পরিচালনা সংক্রান্ত নানাবিধ পরামর্শ দেন।

এরপর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন  জনাব মোঃ জিয়াউর রহমান। তিনি প্রতিযোগীদের উপস্থাপনার সূক্ষ্ম বিচার-বিশ্লেষণ শেষে রাষ্ট্রপক্ষের অনুকূলে রায় ঘোষণা করেন এবং সেরা আইনজীবী হিসেবে মোসাঃ আয়েশা সিদ্দিকা কে এবং সেরা রোল-প্লেয়ার হিসেবে ওয়াহিদা সাবরিনকে মনোনীত করেন। 

এরপর বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডঃ ফয়জার রহমান। তিনি দেশের বিচারব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন। এরপর বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  অধ্যাপক ডঃ আশিক মোসাদ্দিক। তিনি জানান, অত্যন্ত আনন্দের সাথে তিনি ছাত্র-ছাত্রীদের উপস্থাপনা উপভোগ করেছেন এবং উপস্থিত বিচারকদের তাদের সূক্ষ্ম বিচারকার্য পরিচালনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সবশেষে সমাপনী বক্তব্য রাখেন আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক আবু নাসের মোঃ ওয়াহিদ। তিনি শিক্ষার্থীদের উপস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে তাদেরকে গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করে। এর মধ্য দিয়েই সমাপ্ত হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক আয়োজিত এই মক ট্রায়াল।