গত ২৫ শে এপ্রিল অনুষ্ঠিত হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের, ফার্মেসী বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এক্সিকিউটিভ কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ। এছাড়াও উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিভাগের প্রভাষক সানজিয়া মেহজাবিন, যিনি একই সাথে ১ম কার্যনির্বাহী কমিটির দায়িত্ব সম্পন্ন করার সাথে ২য় কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানের শুভসূচনা করেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মোনালিসা মনোয়ার। সেইসাথে অ্যালামনাই শিক্ষার্থীদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক খাদিজা খানম, সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন এবং অনান্য শিক্ষকমণ্ডলী। পরবর্তী অংশে বক্তব্য রাখেন, ফার্মেসী বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর ১ম কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি জেনারেল রানা হামিদ, যিনি বর্তমানে একমি ল্যাবরেটরি লিমিটেড এর কোয়ালিটি এসুরেন্স বিভাগে এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন। এছাড়াও বক্তব্য রাখেন, ২য় কার্যনির্বাহী কমিটির নবনিযুক্ত প্রেসিডেন্ট মো:বখতিয়ার সরকার, যিনি বর্তমানে অপসোনিন ফার্মা লিমিটেড এর প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের প্রোডাক্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখেন ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ। তিনি তার বক্তব্যে বলেন, "অ্যালামনাই এসোসিয়েশনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা পারস্পরিক সম্পর্ক উন্নয়নে, বর্তমান ও সাবেক শিক্ষার্থী–শিক্ষকদের প্রয়োজনে সাহায্য–সহযোগিতা করতে, প্রতিষ্ঠানের ইতিবাচক ব্র্যান্ডিং করতে একসাথে কাজ করতে পারে। প্রতিষ্ঠানের প্রতি সাবেকদেরও যে কিছু দায়–দায়িত্ব বা দায়িত্ব–কর্তব্য রয়েছে; তা পালন করতে পারে। কেননা আমরা কখনোই শেকড় কে অস্বীকার করতে পারিনা। নিজ নিজ যায়গায় থেকেই আমাদের কাজ করে যেতে হবে"। পরবর্তীতে তিনি ২য় কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন এবং ১ম কার্যনির্বাহী কমিটির সদস্যদের অনলাইন সার্টিফিকেট প্রদান করেন। সেই সাথে সকলের সুস্থতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।