আজ ১৫ ই মে, ২০২৩ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, ফার্মেসী বিভাগ, ফার্মা বি ক্লাব আয়োজন করে "Chemoprevention of Head and Neck Cancers: Perspectives with Natural Compounds" শীর্ষক সেমিনার। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) ও উপ-উপাচার্য প্রফেসর ড. মো: আশিক মোসাদ্দিক। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. এ.র.ম. রুহুল আমীন। সেমিনারে সভাপতিত্বে ছিলেন ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান আলোচক কে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) ও উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। তিনি তার বক্তব্যে তার শিক্ষক এবং আজকের আয়োজনের প্রধান আলোচক ড. রুহুল আমীন সম্পর্কে কিছু কথা বলেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে বক্তব্য রাখেন, আজকের আয়োজনের প্রধান আলোচক ড. এ.র.ম. রুহুল আমীন, যিনি বর্তমানে School of Pharmacy, University, Huntington, WV, USA তে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি Beximco Pharmaceuticals Ltd.,,
Department of Pharmacy, Rajshahi University,,
Department of Genetics, Case Western Reserve University, USA,,
Department of Hematology and Medical Oncology, Winship Cancer Institute of Emory University, USA এর মত দেশ ও বিদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আজকের সেমিনারের আলোচ্য বিষয় ছিলো ক্যান্সার প্রতিরোধী ব্যাবস্থা। এই বিষয়ে তার প্রকাশিত বিভিন্ন গবেষণা প্রবন্ধের ফলাফল, সারসংক্ষেপ এবং সেই সাথে এই সম্পর্কিত তার গবেষণা কার্যের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করেন এবং গঠনমূলক বক্তব্য উপস্থাপন করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই পর্যায়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি, ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ, যার সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তিনি তার বক্তব্যে প্রধান আলোচক ড. রুহুল আমীন কে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সেই সাথে পরবর্তীতে বিভিন্ন গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ততার বিষয়ে আলোচনা করেন।
পরিশেষে, প্রধান আলোচক ড. রুহুল আমীন কে ফার্মেসী বিভাগের পক্ষ থেকে সন্মাননা স্মারক তুলে দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য এবং ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর। এবং সেই সাথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।