বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আজ (রবিবার) শুরু হয়েছে দুই দিন ব্যাপী ইনডোর গেমস। উৎসব মুখর পরিবেশে চলছে বিভিন্ন ধরনের খেলা। মেয়েদের জন্য রয়েছে লুডু এবং ছেলেদের জন্য আয়োজন করা হয়েছে ক্যারাম ও দাবা খেলার। ক্লাসের পাশাপাশি বিভাগের শিক্ষার্থীদের উৎকর্ষতা সাধনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বরাবরের মত এবারও ইনডোর গেমসের আয়োজন করেছে। এই অনুষ্ঠানের উদ্বোধনের সময় বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাবিবুল্লাহ বলেন, “রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আমরা বরাবরই পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মানোবৃত্তিক উন্নয়নের দিকে নজর দেই। একজন শিক্ষার্থীর পড়াশুনার পরিবেশ নিশ্চিত করার জন্য চিত্তবিনোদনের বিকল্প নেই। ” তিনি এ অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে সবাইকে সুষ্ঠুভাবে অংশগ্রহণের আহ্বান জানান।