গত ২৭ মে ২০২৩, শনিবার, সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে “ক্যারিয়ার কথন”শিরোনামে লাইভ ওয়েবিনারের সপ্তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটিতে শুভেচ্ছা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শহীদুর রহমান। তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক (প্রাক্তন) মিফতাহুল জান্নাত মৌনী। এ ওয়েবিনারের মূল আলোচ্য বিষয় ছিলো কিভাবে ইংরেজি বিভাগ থেকে ডিগ্রিপ্রাপ্তরা বহুমুখী ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছে; বিশেষ করে কিভাবে বর্তমান সময়ে চাকুরির জন্য প্রস্তুতি নিবে। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগেরই প্রাক্তন দুইজন ছাত্র - মোঃ সাব্বিরুল ইসলাম, ট্রেইনি এক্সিকিউটিভ, হিউম্যান রিসোর্স অফিস, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং মোঃ রিফাত হাসান রনক, সি ই ও, প্রাচে বিডি, প্রাচে ইউএসএ।
অতিথি বক্তা সাব্বিরুল ইসলাম চাকুরী ক্ষেত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন; তার নিজস্ব চাকুরী অনুসন্ধানের অভিজ্ঞতা ও নিজেকে তিনি কিভাবে তৈরি করেছেন সেগুলো নিয়ে আলোচনার পাশাপাশি চাকুরীর জন্য প্রস্তুতি, স্কিল ডেভেলপমেন্ট, সিভি, ইন্টারভিউ ও ভাইভার জন্য প্রস্তুতি, চাকুরী খোঁজার প্ল্যাটফর্মসহ বিভিন্ন দিক সংক্রান্ত আরো অনেক বিষয়ের উপরেই অনুষ্ঠানটিতে আলোকপাত করা হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি প্রস্তুত ও সজাগ-সচতেন থাকার জন্য গুরুত্বারোপ করেন।
অতিথি বক্তা রিফাত হাসান একজন উদ্যোক্তার জায়গা থেকে চাকুরীর সাক্ষাতকারে প্রার্থীদের করনীয় ও বর্জনীয় দিকগুলো নিয়ে আলোচনা করেন; সঙ্গে ইংরেজি বিভাগে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা কিভাবে চাকুরী, ব্যবসা, ফ্রিল্যান্সিং-সহ নানান ক্ষেত্রে নিজের জায়গা করে নিতে পারে এবং নিজেকে সে হিসেবে তৈরি করতে কি কি প্রয়োজন সেগুলো নিয়ে যুগোপযোগী অনেক মতামত আলোচনার প্রেক্ষিতে উঠে আসে।
সম্পুর্ণ অনুষ্ঠানটি বিভাগের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। বিভাগের বর্তমান কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এ অনুষ্ঠানে দেখা গিয়েছিলো; এবং ছাত্র-ছাত্রীরা কমেন্ট বক্সে চাকুরী বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন, এবং অতিথি বক্তাগণ সেসবের যথাযোগ্য উত্তর প্রদান করেন। এই লাইভ অনুষ্ঠান-এ অতিথিবক্তাগণ প্রায় এক ঘন্টা ২০ মিনিট যাবত আনুষঙ্গিক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন, এবং আলোচনা শেষে অতিথিগণকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শহীদুর রহমান অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।