রেকর্ড কিপিং ফর অ্যাক্রিডিটেশন: চ্যালেঞ্জ অ্যান্ড অপারচুনিটিস ইন বরেন্দ্র ইউনিভার্সিটি

রেকর্ড কিপিং ফর অ্যাক্রিডিটেশন: চ্যালেঞ্জ অ্যান্ড অপারচুনিটিস ইন বরেন্দ্র ইউনিভার্সিটি

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নিয়ে একাডেমিক ভবনের ৫০৪ নং কক্ষে আগস্ট ৮ (মঙ্গলবার), ২০২৩ তারিখ বিকাল ৪:০০ মিনিটে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। তিনি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালার গুরত্বের বিষয়টি উপস্থাপন করেন এবং উপস্থিত সকল কর্মকর্তাকে কর্মশালায় অংশগ্রহণ ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আইকিউএসিকে এ ধরণের কর্মশালা আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল গোফফার খান। বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। প্রশিক্ষণের মাধ্যমেই একজনের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। বিশ্ব অগ্রগতির সাথে প্রতিনিয়ত আমাদের তাল মিলিয়ে চলতে হবে। প্রতিষ্ঠানের প্রশাসনিক গতিশীলতা অনেকটাই নির্ভর করে কর্মকর্তাদের দক্ষতার ওপর। দাপ্তরিক কাজ সহজ করতে অফিস নথির প্রতি গুরুত্ব দেয়া প্রয়োজন। অফিস নথির প্রতিটি কাজের গৃহীত পদক্ষেপর বিস্তারিত বিবরণ ফাইলে লিপিবদ্ধ রাখতে হবে। অফিস বিজ্ঞপ্তি, বিভিন্ন সভার তথ্য সঠিকভাবে সংরক্ষণ, বিতরণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সময়ের সুব্যবস্থাপনার মাধ্যমে কাজের গুরত্ব অনুসারে প্রতিটি কাজ সুচারুভাবে সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা না থাকলে কোনো কাজে সাফল্য আসেনা। এই জন্য সবাইকে প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববান হতে হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রিডিটেশন পাওয়ার জন্য প্রতিটি বিভাগের গুরত্ব অপরিসীম। এই কারণে সবাইকে নিজ থেকে অ্যাক্রিডিটেশনের গুরত্ব অনুধাবন করে স্ববিভাগে কাজ করা প্রয়োজন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (লার্র্নিং অ্যান্ড টিচিং) প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ ও অতিরিক্ত পরিচালক ডা. মো. আব্দুল আওয়ালসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।