পড়াশুনা, একাডেমিক কার্যক্রম এবং ব্যস্ততম জীবনযাত্রার পাশাপাশি শরীর ও মনের প্রশান্তির জন্য খেলাধুলা নির্মল বিনোদনের অন্যতম মাধ্যম। এই বাস্তবতাকে সামনে রেখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অফিসিয়াল ক্লাব “ফার্মা বি” আয়োজন করেছিল “ফার্মেসী ফুটবল লিগ-২০২৩, সিজন-৬”। আজ ১০ ই আগস্ট উক্ত ফুটবল লীগের ফাইনাল ম্যাচ এবং টুর্নামেন্টের সকল পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ হয়। উক্ত খেলা ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, বিভাগের কো-অর্ডিনেটর ড. তারান্নুম নাজ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ। মোট ছয়টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করে যার মধ্যে ফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী দুটি দল টিম Poison (৩য় সেমিস্টার) বনাম টিম Pharma Warriors (৮ম সেমিস্টার)।
খেলায় টিম Poison চ্যাম্পিয়ন হয় এবং ৪-০ ব্যবধানে টিম Pharma Warriors কে পরাজিত করে । ফাইনাল ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় টিম Poison এর হযরত । খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা এবং বিভাগের কো-অর্ডিনেটর ড. তারান্নুম নাজ টিম ম্যানেজারদের ধন্যবাদ জানান, এছাড়াও গ্রুপ পর্বসহ সকল ম্যাচের প্লেয়ার অফ দ্যা ম্যাচ, প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট, সেরা গোলদাতা (হযরত), সেরা গোলকিপার (আতিকুর), সেরা ডিফেন্ডার (তুষার), সেরা প্লেমেকার (রাব্বি), তরুণ উদীয়মান খেলোয়াড় (জয়), রেফারি (নোমান) সবার হাতে পুরষ্কার তুলে দেন । পাশাপাশি তারা চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেন যথাক্রমে টিম Poison এবং টিম Pharma Warriors এর হাতে।
পুরষ্কার বিতরণের পর মাননীয় উপ-উপাচার্য এবং বিভাগের কো-অর্ডিনেটর , বিভাগের শিক্ষার্থীদের সার্বিক উন্নতির পাশাপাশি সুন্দর আয়োজন করার জন্যে ফার্মা বি ক্লাবসহ টুর্নামেন্টে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পাশাপাশি মাঠে এসে শিক্ষার্থীদের খেলা দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।