গত ৩১ আগষ্ট,২০২৩ তারিখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাসে আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক আয়োজিত সামার-২০২৩ সেমিস্টারের নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর আবু নাসের মোঃ ওয়াহিদ স্যার। বিভাগের সম্মানিত শিক্ষক মন্ডলী ও উক্ত বিভাগের শিক্ষার্থী বৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষক রুবাইয়া এলিন সুধা। অনুষ্ঠান আরম্ভ হয় নবীণদের পুষ্প অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেয়ার মধ্য দিয়ে। নবীণদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা।
প্রথমেই নবীণ শিক্ষার্থীদের পক্ষে তাদের মূল্যবান বক্তব্য রাখেন নবাগত শিক্ষার্থী উম্মে হাবিবা। উম্মে হাবিবা তার বক্তৃতায় উক্ত বিভাগে শিক্ষা নিয়ে সফল, সার্থক ও গৌরবান্বিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সকল শিক্ষার্থীর পক্ষ থেকে নবীণদের উষ্ম স্বাগতম জানিয়ে বক্তব্য রাখেন ১১তম সেমিস্টারের শিক্ষার্থী হাসিবুল হাসান সাব্বির। তিনি নবীণ শিক্ষার্থীদের সবরকম সাহায্য করার কথা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। এরপর আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষক মাসরুর আব্দুল্লাহ আবিদ, স্লাইড প্রেজেন্টেশন এর মাধ্যমে উক্ত বিভাগের একাডেমিক OBE কারিকুলামসহ, পরীক্ষার পদ্ধতি ও বিভাগের সার্বিক পরিচিতি সম্পর্কে নবীণদের মাঝে বিস্তৃত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার অপার্চুনিটি সহ আনুষাঙ্গিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও নবীণদের উদ্দেশ্যে কোড অফ কনডাক্ট বা শিক্ষার্থীদের আচরণবিধির পালনীয় নিয়মকানুন নিয়ে আলোচনা করেন বিভাগের শিক্ষক মোঃ রায়হানুজ্জামান সোহান। তিনি নবীণদের উদ্দেশ্যে তার দিকনির্দেশনামূলক বিভিন্ন শিক্ষনীয় বিষয় তুলে ধরেন যা উচ্চ শিক্ষা অর্জনে তাদের অনুপ্রাণিত করবে।
নবীণ বরণ অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য নিয়ে আসেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর এবং অনুষ্ঠানের সভাপতি প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ স্যার, তিনি অত্যন্ত প্রাঞ্জল, তথ্যবহুল এবং উৎসাহপূর্ণ বক্তব্য প্রদান করেন। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয় বরং জীবনের মূল্যবোধ তৈরি, জীবনকে পরিশীলিত করে গড়ে তোলা এবং উদাহরণ হিসেবে নিজেকে আলোকিত মানুষে পরিণত করতে নবীণদের তাৎপর্যপূর্ণ ভূমিকা তুলে ধরেন কো-অর্ডিনেটর স্যার। পরিশেষে, কিভাবে জীবনের লক্ষ্য অর্জন করে সফল হওয়া যায়, সে বিষয়ে কো-অর্ডিনেটর স্যার সবাইকে বিপুলভাবে উৎসাহিত করেন। সবশেষে তিনি উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দ এবং আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষকবৃন্দকে খুব উৎসাহের সাথে আলোকিত মানুষ হবার প্রচেষ্টা চালিয়ে যাবার প্রেরণা প্রদান করে তার বক্তব্য সমাপ্ত করেন।