বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার-এর অষ্টম পর্ব অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার-এর অষ্টম পর্ব অনুষ্ঠিত

আজ ৪ নভেম্বর ২০২৩, শনিবার, সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে “ক্যারিয়ার কথন” শিরোনামে লাইভ ওয়েবিনারের অষ্টম পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটিতে শুভেচ্ছা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শহীদুর রহমান। তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়।

সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক (প্রাক্তন) মিফতাহুল জান্নাত মৌনী। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফারহানা বিনতে আজিজ, বিসিএস (সাধারণ শিক্ষা), সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা। এ ওয়েবিনারের মূল আলোচ্য বিষয় ছিলো কিভাবে বিসিএস এর শিক্ষা ক্যাডার এর প্রস্তুতি নেওয়া যায়; বিশেষ করে ইংরেজি বিভাগ থেকে ডিগ্রিপ্রাপ্তরা কিভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে।

অতিথি বক্তা ফারহানা বিনতে আজিজ বিসিএস এর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন যেখানে প্রস্তুতি নেওয়ার সঠিক সময় থেকে শুরু করে বিসিএস এর প্রতিটা ধাপে কিভাবে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে নিজেকে প্রস্তুত করা যায়-এসব বিষয় প্রাধান্য পেয়েছে। তিনি কমেন্ট বক্সে শিক্ষার্থীদের করা বিসিএস সংক্রান্ত গুরুত্বপুর্ণ প্রশ্নের উত্তর দেন এবং আনুষাঙ্গিক আরও অনেক বিষয়ে আলোচনা করেন। ইংরেজি বিভাগের শিক্ষক হওয়ায় তিনি ইংরেজি বিভাগে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের কাছে  নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও বিসিএস এর সাক্ষাৎকারে প্রার্থীদের করনীয় ও বর্জনীয় দিকগুলোর উপরেও তিনি আলোকপাত করেন; সঙ্গে নিজে কিভাবে কর্ম ও ব্যক্তিগত জীবনের সমন্বয় সাধন করেন তা তুলে ধরেন।

সম্পূর্ণ অনুষ্ঠানটি বিভাগের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। বিভাগের বর্তমান কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এ অনুষ্ঠানের সবচেয়ে বড় প্রাপ্তি। এক ঘণ্টারও অধিক সময় ধরে চলা এই ওয়েবিনারের শেষ পর্যায়ে বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শহীদুর রহমান আমাদের আজকের অতিথিসহ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।