বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের উদ্যোগে গত ২৭ ও ২৮ নভেম্বর ২ দিন ব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন, এবং দেশ সেবায় নিজেদেরকে নিয়োজিত করার অঙ্গিকার ব্যক্ত করেন। বিভাগের শিক্ষকগণ শিক্ষার্থীদের আগামীর পথচলা সুন্দর করতে সাহসী উদ্যোমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং নিজেদেরকে আরো দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষার্থীদের প্রত্যেককে বরেন্দ্র বিশ্ববিদ্যারয়ের এম্বাসেডর বলে আখ্যা দেন, যাদের মাধ্যমে বিভাগ তথা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সুনাম সর্বত্র ছড়িয়ে পড়বে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
পরবর্তীতে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, কবিতা ও অভিনয় পরিবেশিত হয়। শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনটি আনন্দময় হয়ে উঠে।