গত ৬ ডিসেম্বর ২০২৩ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিভাগের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ১৫ই আগস্ট উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ফয়জার রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য, উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. শহীদুর রহমান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব সুরঞ্জিত মন্ডল, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক জনাব মোঃ শামীম আহসান পারভেজ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব পারমিতা জামান।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রফেসর ড. মো. ফয়জার রহমান। দুটি পর্বে বিভক্ত অনুষ্ঠানটির প্রথম পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে ছিল পুরষ্কার বিতরনী এবং স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান। ১ম পর্বের আলোচনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং বিভাগের শিক্ষকবৃন্দ ও অতিথিগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অতিথিগণ তাঁদের বক্তব্যে বৈশ্বিক প্রেক্ষাপটে যুগোপযোগী শিক্ষা গ্রহণের পাশাপাশি তথ্য ও প্রযুক্তির ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন। ২য় পর্বের অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয় এবং একই সাথে রচনা ও কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের হাতে তাদের পুরস্কার তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মো. ফয়জার রহমান অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।