বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে “MOCK UNITED NATIONS” অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কো-কারিকুলার কার্যক্রমের অংশ হিসাবে শিক্ষার্থীদের মাঝে জাতিসংঘের সার্বিক কার্যক্রম সম্বন্ধে ব্যবহারিক ধারনা প্রদান করতে “21st Century Conflict & Controversy between Nations: Reflections and Actions by UN Member Countries” শিরোনামে একটি মক প্রেজেন্টেশন ও সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাবিবুল্লাহ। এছাড়াও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের শিক্ষক আসফাক সালেহীন এবং শফিক উদ্দীন।
শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি প্রফেসর ড. মো: হাবিবুল্লাহ। মোট ৬০ জন শিক্ষার্থী বিভিন্ন দেশের এ্যাম্বাসেডর হিসেবে অংশগ্রহণ করে। সম্প্রতি বিভিন্ন দেশের মধ্যে চলমান সংঘর্ষ নিয়ে তারা নিজ নিজ দেশের প্রতিক্রিয়া ও উক্ত সংঘর্ষ নিরসনের সম্ভব্য সমাধান ব্যাক্ত করেন। এছাড়াও বিশ্বশান্তি স্থাপনের লক্ষ্যে নানা পরামর্শ ও যুক্তি উপস্থাপন করেন।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থাপনা কৌশল, যুক্তি ও পরামর্শের ওপর ভিত্তি করে বিচারকরা শ্রেষ্ঠ এ্যাম্বাসেডর, শ্রেষ্ঠ ডেলিগেট এবং শ্রেষ্ঠ শ্রোতা মনোনীত করেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ এ্যাম্বাসেডর হয়েছেন চতুর্থ সেমিস্টারের রেজওয়ান চৌধুরী, শ্রেষ্ঠ ডেলিগেট হয়েছেন আদিল হোসাইন, এবং শ্রেষ্ঠ শ্রোতা হয়েছেন শান্ত ইসলাম। প্রধান অতিথি অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জ্ঞান, অনুভূতি ও প্রায়োগিক দক্ষতা নিয়ে নানান পরামর্শ প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এমন কার্যক্রমে সবসময় শিক্ষার্থী বান্ধব। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিল উচ্চশিক্ষার মানদণ্ডে যেসকল নির্ধারক প্রদান করেছে এই ধরণের কার্যক্রম সেগুলোকে সম্মুনত করছে। এই ধরণের অনুষ্ঠান ভবিষ্যতে চলমান রাখতে এবং সে ব্যাপারে বিভাগের সর্বোচ্চ পৃষ্ঠপোষকতার নিশ্চয়তা দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আহবায়ক এবং কোর্স শিক্ষক মো. সাইদুর রহমান বিশেষ ধন্যবাদ হিসেবে প্রধান অতিথি ও বিচারকের হাতে সন্মাননা স্মারক তুলে দেন।