জেলা প্রশাসকের সাথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জেলা প্রশাসকের সাথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা।

গতকাল ৬ ডিসেম্বর ২০২৩ বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা জেলা প্রশাসক শামীম আহমেদ এর হাতে ফুল এবং উপহার তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল এবং জনসংযোগ দপ্তরের জ্যেষ্ঠ নির্বাহী মনিরুজ্জামান দিপু উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. আনন্দ কুমার সাহা জেলা প্রশাসক শামীম আহমেদকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। সাক্ষাতকালে জেলা প্রশাসক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করেন এবং স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনের আশাবাদ প্রকাশ করেন। পাশাপাশি তিনি শিক্ষা সংশ্লিষ্ট যে কোন সহযোগিতার আশ্বাস প্রদান করেন।