বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে। পিএসডিএস ডিবেট ফেষ্ট সামার-২০২৩ শিরোনামে জমজমাট এই যুক্তির লড়াইয়ের আজ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম আলেকজান্ডার যার সদস্যরা ছিলেন ( সিন্থিয়া জামান সুইটি, আরোবি খাতুন, হাসু মাহমুদ)। প্রথম রানার আপ হয়েছে টিম কার্ল মার্ক্স যার সদস্যরা ছিলেন (তাজলিমা সুলতানা, ওয়েজ কুরনি, আবু মুসা) এবং দ্বিতীয় রানার আপ হয়েছে টিম এরিস্টটল যার সদস্যরা ছিলেন (মহসিরাত হোসেন মিলি, আসিফা ইয়াসমিন, হুমায়ন কবির)। এছাড়াও প্রতিযোগিতার সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন শেষ বর্ষের শিক্ষার্থী আবু মুসা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডক্টর আনন্দ কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোঃ হাবিবুল্লাহ সহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। বিতর্ক পরবর্তী অনুষ্ঠানে অতিথিগণ পড়ালেখার পাশাপাশি একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিতে বিতর্কের প্রয়োজনীয়তা আলোচনা করেন।