বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম। বুধবার (১৩ ডিসেম্বর) তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল এবং ইইই বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
এর আগে ড. কাজী খায়রুল ইসলাম দেশের সনামধন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (রুয়েট), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), উত্তরা ইউনিভার্সিটিসহ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) অধ্যাপনা, ডিন এবং বিভাগীয় প্রধানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৭৬ সালে বিএসসি, ১৯৮৪ সালে ভারতের কানপুরে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে এম টেক ডিগ্রি এবং একই ইন্সটিটিউট থেকে ১৯৯০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বহুমাত্রিক গবেষণায় নিজেকে জড়িয়ে রেখেছেন। তাঁর সর্বমোট ২২ টিরও বেশি গবেষণাপত্র জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন।