গত ২১ জানুয়ারী, ২০২৪ রোজ রবিবার, সকাল ১১.০০ ঘটিকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্প্রিং-২০২৪ সেমিস্টারের 'নবীন বরণ অনুষ্ঠান' অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান এবং বিভাগের সন্মানিত শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ। শুরুতেই শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া হয় । এরপর নবীন শিক্ষার্থীদের কাছে শিক্ষকবৃন্দ তাদের পরিচয় ও সংক্ষিপ্ত শুভেচ্ছা জ্ঞাপন করেন । পরবর্তীতে নবীন শিক্ষার্থীবৃন্দ সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়াই তাদের নিজেদের অনুভূতি প্রকাশ করে।
আলোচনা অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম এবং পরবর্তীতে প্রভাষক মো. বকুল হোসেন। তারা তাদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়মানুবর্তিতার বিষয়ে গুরুত্ব দিতে বলেন। অনুষ্ঠানের মধ্যভাগে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ফয়জার রহমান তার বক্তব্যে, নবীন শিক্ষার্থীদের মহান বিজ্ঞানী নিউটনের কথা স্বরণ করিয়ে দেন এবং তাঁর থেকে অনুপ্রেরণা অর্জন করে ছাত্রদের জ্ঞান আহরনের আহ্বান জানান। এছাড়াও তিনি ছাত্র-ছাত্রীদের তথ্য প্রযুক্তির সুবিধাগুলোকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নিয়োজিত হতে বলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম তথা কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীদের প্রস্তুতিকল্পে সমাজবিজ্ঞান বিভাগের পরিচালিত বিভিন্ন কর্মকান্ডগুলো তুলে ধরেন। তিনি বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা সমাজ যেন উপকৃত হতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সমাজবিজ্ঞান বিভাগ। এছাড়া শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
সবশেষে সমাজবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. ফয়জার রহমান অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ প্রদান করেন পাশাপাশি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন ।