দেশে চলমান শীতে অসহায় দরিদ্র মানুষের দুর্ভোগ বাড়ছে। এসব দরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ক্লাব। অদ্য ২৫ জানুয়ারী ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় এর কাজলা ক্যাম্পাসে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ফয়জার রহমান। আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।