বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাক্রেডিটেশন সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক আলোচনা সভা ২৪ জানুয়ারি ২০২৪, সকাল ১০ টায় অনলাইনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পক্ষে মাননীয় চেয়ারম্যান জনাব প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য জনাব প্রফেসর ড.এস.এম কবীর, প্রফেসর ড. গুলশান আরা লতিফা এবং অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক জনাব প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অন্যদিকে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়েরে পক্ষে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. ফয়জার রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব সুরঞ্জিত মন্ডল, আইকিউএসি-এর পরিচালক ও আইকিউএসি-এর উপ-পরিচালকগণ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভাগের পিস্যাক সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান জনাব প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ অ্যাক্রেডিটেশ এর গুরত্ব সম্পর্কে আলোচনা করেন। পরে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য জনাব কবীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালকের নিকট ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট কর্তৃক পরিগ্রহণের বিষয়ে জানতে চান। এছাড়াও জনাব কবীর অ্যাক্রেডিটেশনের বিভিন্ন গুরত্বপূর্ণ পর্যায়গুলো ধারাবাহিকভাবে সকলের মাঝে উপস্থাপন করেন।
প্রশ্নোত্তর পর্বে বিশ্ববিদ্যালয়ের পিস্যাক সদস্যবৃন্দ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্যবৃন্দের নিকট অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে চান। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের চলমান অবস্থা দেখে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মাননীয় সদস্যবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন। এবং পরবর্তী করণীয় সম্পর্কে একটি সুস্পষ্ট দিক-নির্দেশনা প্রদান করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।