কথায় বলে, পৌষ পার্বণের পিঠা উৎসব। এ উৎসব একান্তভাবেই বাঙালির উৎসব। শীতের সকালগুলো এই সময় মুখর ও আনন্দময় হয়ে উঠে নানা রকম পিঠার অনন্য স্বাদে। কিন্তু বর্তমানে আমরা নানান ধরনের ফাস্ট ফুডের জোয়ারে আমাদের গ্রাম বাংলার সেই ঐতিহ্য ভুলতে বসেছি। সেই ঐতিহ্যকে তুলে ধরতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব আয়োজন করেছে উইন্টার ফেস্ট ২০২৪।
গত ২৯ জানুয়ারী (রোজ সোমবার) সকাল ১১ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে (স্থায়ী ক্যাম্পাস) উইন্টার ফেস্টের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রোফেসর ড. আনন্দ কুমার সাহা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, বিভাগের সম্মানিত প্রধান ড. কানিজ হাবিবা আফরিন, বিজনেস ক্লাবের সম্মানিত মডারেটর সানজিদা পারভিন, “উইন্টার ফেস্ট-২০২৪” প্রোগ্রামের সম্মানিত কনভেনার অনিমা কর্মকার, বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উইন্টার ফেস্টে প্রাক্তন ও নবাগত ছাত্রছাত্রীদের মিলনমেলার এক অপূর্ব দৃশ্য দেখা যায়। ২ দিন ব্যাপী এই অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় (স্থায়ী ক্যাম্পাস) নানান সাঁজে সজ্জিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানান স্টল বসেছিল এ উইন্টার ফেস্টে। পরবর্তীতে নাচ, গান, খেলাধুলায় মুখরিত হয় ক্যাম্পাস।
দ্বিতীয় দিন ৩০ জানুয়ারী ২০২৪ (রোজ মঙ্গলবার) পুনুরায় পিঠা খাওয়া,নাচ, গান, ও খেলার আয়োজন করা হয়। পরিশেষে কিছু স্টলকে সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে বিজনেস ক্লাবের সম্মানিত মডারেটর সানজিদা পারভিন অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।