বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় ৩ ফেব্রুয়ারী রোজ শনিবার।
অনুষ্ঠানটি সমবেত সংগীত ও অতিথিবৃন্দের আলোচনার মাধ্যমে শুভসূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ ফয়জার রহমান (কোষাধ্যক্ষ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়), প্রফেসর মোঃ শহীদুর রহমান ( ডীন, স্কুল অফ আর্টস এন্ড সোশ্যাল সাইন্স, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়), সুরঞ্জিত মন্ডল( রেজিস্ট্রার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ ইলিয়াস হোসেন স্যার, এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত ব্যক্তি-বর্গ ।অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক আলোচনা পেশ করেন। এরপর মাস্টার্স সপ্তম ব্যাচের বিদায় শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, আন্ত বিভাগ ফুটবল ও ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং পরিশেষে ইনডোর গেমস ২০২৩ এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সভাপতি মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আলোচনা পর্ব শেষ হয়। বিভাগের সকল শিক্ষক মন্ডলী ও সকল সেমিস্টারের শিক্ষার্থীদের উপস্থিতিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি চলতে থাকে।
দুপুরের খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশে বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের নাচ, গান, কবিতা, কৌতুক ও রেম্প-শো এর মাধ্যমে সম্পুর্ন অনুষ্ঠানটি চলতে থাকে এবং সবশেষে দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের শেষে সম্মানিত সভাপতি ও অর্থনীতি বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ ইলিয়াস হোসেন স্যার বিভাগের সকল শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আরো ভালোভাবে আয়োজন করার আশ্বাস দেন।
সম্পুর্ন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিল মমতা, মাসুরা ও মারুফ।