বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল ও ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়নদের সংবর্ধনা প্রদান।
গত তিন ফেব্রুয়ারি ২০২৪ অর্থনীতিবিভাগ কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুটবল ও ব্যাডমিন্টন চ্যাম্পিয়নদের এক সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৩ -এর ফাইনাল খেলা উৎসব মুখর পরিবেশে রবিবার (১৭ সেপ্টেম্বর,২০২৩) অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অর্থনীতি বিভাগ।
এছাড়াও আরো উল্লেখ্য থাকে যে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় চার দিন ব্যাপি ইন্টার ডিপার্টমেন্ট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেলার আয়োজন করে ২২-২৫ জানুয়ারী, ২০২৪পর্যন্ত। অর্থনীতি বিভাগ গ্রুপ পর্বের সব গুলো ম্যাচে জয় লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে BBA ডিপার্টমেন্টকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। ফাইনালে মুখোমুখি হয় অর্থনীতি বিভাগ ও JCMS বিভাগ। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনালের শেষ হাসি হাসে অর্থনীতি বিভাগ।অনেক ধন্যবাদ অনিকা ইসলাম এ্যামি , Maha Jabin অর্থনীতি বিভাগকে এত সুন্দর একটা অর্জন এনে দেয়ার জন্য।