নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ–২০২৩ প্রতিযোগিতায় ‘বেস্ট স্টোরিটেলিং’ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম ভয়েজার্স’। এ নিয়ে টানা তিনবারসহ মোট চারবার আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। টিম ভয়েজার্স দলের সদস্যরা হলেন মো খালিদ সাকিব, মো. আবদুল মালেক, মো. সাখাওয়াত হোসেন, মোসাম্মত ফাহমিদা আক্তার ও মো. আতিক।
নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ একটি আন্তর্জাতিক হ্যাকাথন প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ১৫২টি দেশ থেকে ৮ হাজার ৭১৫টি দলে ৫৭ হাজার ৯৯৯ শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারীর সংখ্যা বিচারে এবারের আয়োজন ছিল সবচেয়ে বড়। ৩০টি বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ৫ হাজার ৫৫৬টি প্রকল্প উপস্থাপন করা হয়। ‘বেস্ট স্টোরিটেলিং’ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দলটি প্রতিযোগিতায় ‘এভরিথিং স্টার্টস উইথ ওয়াটার’ প্রকল্প প্রদর্শন করে। প্রকল্পের মাধ্যমে পৃথিবীর পানি প্রবাহের পথ প্রদর্শনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে পানির ভূমিকাও তুলে ধরে দলটি।