গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ (মঙ্গলবার), নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ইংরেজি বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর দিনব্যাপী পিঠা উৎসব। বিভাগের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত এই উৎসব সকাল ১১ টায় কাজলা ভবনে শুরু হয়।
শীতের ঐতিহ্যকে ধারণ করে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পিঠার স্টল নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করে। পিঠা ছাড়াও আরও ছিল হস্তশিল্প, চা-কফি, ফুল ও মেহেদির স্টল। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মণ্ডল, আয়োজন এর সভাপতি ও বিভাগীয় প্রধান প্রফেসর মো. শহীদুর রহমান এবং অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতি এ উৎসবে নতুন মাত্রা যোগ করে।
উৎসবের কনভেনার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, মো. আকরাম হোসেন বিকাল ৪ টায় এ আয়োজনের পরিসমাপ্তি ঘোষণা করেন।