অমর একুশে শুদ্ধপাঠ ও পোস্টার প্রতিযোগিতা-২০২৪ আয়োজনেঃ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

অমর একুশে শুদ্ধপাঠ ও পোস্টার প্রতিযোগিতা-২০২৪ আয়োজনেঃ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

'আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি'।।

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন ও ভাষা শহিদদের স্মরণে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অমর একুশে শুদ্ধপাঠ ও পোস্টার প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের  বিভাগীয় প্রধান এবং বরেন্দ্র  বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্ট্রর প্রফেসর ড. মোঃ হাবিবুল্লাহ। উক্ত অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিস বিভাগের মাননীয় কো-অর্ডিনেটর মোঃ শাতিল সিরাজ এবং সেন্টার ফর ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চের  সহকারী পরিচালক ড.সুলতানা রাজিয়া। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শুদ্ধপাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আয়েশা খাতুন। দ্বিতীয় স্থান অধিকার করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবা। তৃতীয় স্থান অধিকার করেন ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাদিকা ইসলাম মম। পোস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবির হাসান সৌহার্দ্য।  অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন বিভাগের সকল শিক্ষকবৃন্দ  এবং ডি এইড ক্লাব।