বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপি (১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি, ২০২৪) অমর একুশে বইমেলা অত্যন্ত অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি রবিবার বইমেলার শুভ উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স- এর ডিন প্রফেসর মো. শহীদুর রহমান এবং জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো. শাতিল সিরাজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। শুরুতেই বক্তব্য রাখেন বইমেলার আহ্বায়ক বিভাগের সহকারী অধ্যাপক মো. আতাউল গনি ওসমানী। স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেন। স্বাগত বক্তব্যে প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেন বলেন "মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও বাংলা ভাষার সার্বজনীন ব্যবহার উৎসাহিতকরণে গত বছরের ন্যায় এবছরেও আরো বড় পরিসরে এই বইমেলার আয়োজন করেছে অর্থনীতি বিভাগ"। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জার্নালিজম কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য মহোদয় অর্থনীতি বিভাগের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন "অর্থনীতি বিভাগের এই বইমেলার আয়োজন একটি অনন্য উদ্যোগ। এই আয়োজনটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন বইয়ের সাথে পরিচিতি ও বই পড়ার অভ্যাস গঠনে সহায়ক ভূমিকা রাখবে"। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম। উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
বইমেলায় সববয়সী পাঠক উপযোগী বিভিন্ন ধরনের বইয়ের স্টলের পাশাপাশি বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ পিঠাপুলি ও হস্তশিল্পের আয়োজন ছিলো চোখে পড়ার মতো। তিন দিনব্যাপী এই বইমেলায় অর্থনীতি বিভাগসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সরব উপস্থিতি কাজলা ক্যাম্পাস প্রাঙ্গণকে আনন্দমূখর করে তোলে। অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদকসহ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি বিভাগের বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।
বিশেষভাবে উল্লেখ্য, বইমেলার তৃতীয় দিনে সমাপনী অনুষ্ঠানের পূর্বমুহূর্তে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত কোষাধ্যক্ষ মো. জহুরুল আলম ও নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ এর বইমেলা পরিদর্শন একটি ভিন্ন মাত্রা যোগ করে।
২০ ফেব্রুয়ারি বিকেল ০৫:৩০ মিনিটে অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেন সমাপনী বক্তব্যে বইমেলার সফল আয়োজনের জন্য বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বইমেলার সমাপ্তি ঘোষণা করেন।