বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আইন ও মানবাধিকার বিভাগের আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট 'ল প্রিমিয়ার লিগ ২০২৪' অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মার্চ) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মাঠে পায়রা উড়িয়ে টুর্নামেন্টর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, রেজিস্ট্রার সুরঞ্জিত মণ্ডল, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ, আইন ও মানবাধিকার বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলী সহ অংশগ্রহণকারী টিমের খেলোয়াড়, ম্যানেজার এবং বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
মাত্র ৪ টি দল অংশ নেওয়ায় সরাসরি সেমি ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ৩ মার্চ অনুষ্ঠিত হওয়া ২ টি সেমি ফাইনাল ম্যাচের প্রথমটিতে টিম জুরিস পরাজিত করে পেনাল ইলেভেন কে। একই দিনের ২য় সেমি ফাইনাল ম্যাচে ল টাইট্যান্স পরাজিত হয় ডেথ পেনাল্টি এর কাছে। ৪ মার্চ অনুষ্ঠিত ফাইনালে ডেথ পেনাল্টি চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় টিম জুরিস। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী পর্বে ম্যান অফ দ্যা মাচ এবং টুর্নামেন্ট পুরষ্কার প্রাপ্ত হয় আইন ও মানবাধিকার বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল। সেরা ফিল্ডার পুরষ্কার লাভ করে উক্ত বিভাগের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী শাকিল। পরিশেষে বিজয়ী এবং রানার্স আপ টিম এর হাতে ট্রফি তুলে দেন উক্ত বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ। এরই মাধ্যমে আইন ও মানবাধিকার বিভাগের ২ দিন ব্যাপি আন্তঃ সেমিস্টার ক্রিকেট টুর্নামেন্ট 'ল প্রিমিয়ার লিগ' এর সমাপ্তি ঘটে।