"স্বর্ণ পদক পুরস্কার -২০২৪" অর্জন করলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক কেশব চন্দ্র বিশ্বাস

"স্বর্ণ পদক পুরস্কার -২০২৪" অর্জন করলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক কেশব চন্দ্র বিশ্বাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ হতে বিএসএস (সম্মান) পরীক্ষা-২০১৮- এ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করায় শহীদ জিয়াউর রহমান হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেশব চন্দ্র বিশ্বাস (প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়)-কে "স্বর্ণ পদক পুরস্কার -২০২৪" প্রদান করে। ১১ মার্চ ২০২৪, সোমবার বিকেল ৩ ঘটিকায় শহীদ জিয়াউর রহমান হলের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৫৫ রাজশাহী-৪, রাজশাহী ; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, মাননীয় উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. সুলতান- উল-ইসলাম, মাননীয় উপ-উপাচার্য(প্রশাসন), রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. সুজন সেন, প্রাধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়।