বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে SOCIOLOGY PREMIER LEAGUE – 2024 অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে SOCIOLOGY PREMIER LEAGUE – 2024 অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট SOCIOLOGY PREMIER LEAGUE - 2024 অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে গত ৯ ও ১০ মার্চ দুইদিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ৬ টি দল পর্যায়ক্রমে খেলায় অংশগ্রহণ করে। ৯ মার্চ বেলা ১২ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ফয়জার রহমান খেলা উদ্বোধন করেন। ৯ মার্চ ৫ টি এবং ১০ মার্চ তিনটি ম্যাচ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। ১০ মার্চ ৩ টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্ট্রা ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব পারমিতা জামান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ফয়জার রহমান। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের আন্তরিক প্রচেষ্টায়  দুইদিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টটি উপভোগ্য হয়ে উঠেছিল।