গত ১০/০৩/২০২৪ ইং তারিখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক একটি ক্যারিয়ার সেমিনার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা এবং সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফায়জার রহমান। সেমিনারে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তাজবীর রহমান (৪১ তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত)। তিনি উক্ত সেমিনারে ক্যারিয়ার সম্পর্কিত নানাবিধ দিকনির্দেশনামূলক আলোচনা করেন। উক্ত সেমিনারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সেমিনারে অংশগ্রহকৃত সকল শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফায়জার রহমান। সেমিনারের শেষ পর্যায়ে প্রধান আলোচক তাজবীর রহমানকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আসফাক সালেহীন (বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হাবিবুল্লাহর পক্ষ থেকে)।
ReplyForward
Attendee panel closed