গত ৭ই মার্চ ২০২৪, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৮ দিনব্যাপী আন্ত:বর্ষ ক্রিকেট ফেস্ট ২০২৪ এর ফাইনাল ম্যাচ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। রোদের প্রখরতা কাটিয়ে ম্যাচে ফাইনালিস্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ সেমিস্টারের সি সেকশন ও ৫ম সেমিস্টারের বি সেকশন।
বিশেষ অতিথি হিসেবে ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফায়জার রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ডীন ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম, স্কুল অব আর্টস এবং সোশ্যাল সাইন্স এর ডীন ড. মো: শহিদুর রহমান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল ও ব্যবসা প্রশাসন বিভাগের কো-অর্ডিনেটর ড. রেজাউল করিম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
দর্শক সারির সকলেই অত্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ উপভোগ করেন। প্রথমে ব্যাট করতে নেমে ৪র্থ সেমিস্টারের সি সেকশনের ব্যাটাররা দানবীয় ব্যাট করে ১০ ওভারে ১৫২ রান সংগ্রহ করে এবং ১৫৩ রানের বিশাল টার্গেট প্রতিপক্ষকে ছুরে দেয়। ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ম সেমিস্টারের বি সেকশনের ব্যাটাররা অত্যন্ত দারুণ একটি উদ্বোধনী জুটির সুবাদে ৪ ওভার শেষে বিনা ইউকেটে ৭০+ রান সংগ্রহ করে কিন্তু পরবর্তীতে উদ্বোধনী ব্যাটসম্যান আউট হয়ে গেলে তারা ম্যাচ থেকে ছিটকে পড়ে। তারপরও ৫ম সেমিস্টারের ব্যাটাররা শেষ মুহুর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় এবং মাত্র ১৪ রানে তারা পরাজিত হয়। ফাইনাল ম্যাচে জয়ী হয়ে ৪র্থ সেমিস্টারের সি সেকশন আনন্দে মেতে উঠে। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় বিজয়ী দলের সেরা খেলোয়াড় মো: নবী।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে উছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনে এমন সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের প্রতি শুভেচ্ছাজ্ঞাপন করেন।
এরপর টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্বপালনকারী বিভাগের শিক্ষকবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচসমূহের ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট এবং ম্যান অব দ্যা টুর্নামেন্টের ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করা হয়। রাষ্ট্রবিজ্ঞান ক্রিকেট ফেস্ট ২০২৪ এর চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রফেসর ড. ফায়জার রহমান, প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম ও প্রফেসর ড. মোঃ শহিদুর রহমান ও রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল।
অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ডি-এইড ক্লাব কর্তৃক আয়োজিত ৮ দিনব্যাপী রাষ্ট্রবিজ্ঞান ক্রিকেট ফেস্ট ২০২৪ সম্পন্ন হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে টুর্নামেন্টটির সফল আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ, টুর্নামেন্ট আহবায়ক মো: মনিরুল ইসলাম, ডি-এইড ক্লাবের সেচ্ছাসেবীবৃন্দ ও বিভাগের সকল শিক্ষক যারা টুর্নামেন্ট জুড়ে আম্পায়ারিং এর দায়িত্ব পালন করেছেন তাদের সকলের কাছে মাননীয় বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাবিবুল্লাহর পক্ষে হতে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিভাগের প্রভাষক মো: আসফাক সালেহীন।
ReplyForward
Attendee panel closed