গত কয়েকদিন যাবৎ রাজশাহীতে চলছে মাঝারি থেকে তীব্র তাপদাহ। এই তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে রাজশাহীর জনজীবন। তীব্র রোদের গরম এবং বাতাসের আর্দ্রতা বেশি থাকায় মানুষের ঘাম ও অস্বস্তি বাড়ছে। রিকশাচালক ও শ্রমজীবীরা তীব্র তাপদাহ স্বত্বেও বাহিরে কাজ করছে। এই তাপদাহ থেকে একটু স্বস্তি দিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং সমাজবিজ্ঞান ক্লাবের উদ্যোগে শ্রমজীবী মানুষের মধ্যে বিনামূল্যে ক্যাপ, বিশুদ্ধ খাবার পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়। গত ০৫/০৫/২০২৪ তারিখ রোববার দুপুরে রাজশাহী শহরের কাজলা, বিনোদপুর, তালাইমারি, ভদ্রা এবং রাজশাহী বাইপাস রোডে বরেন্দ্র বিশবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে ক্যাপ, বিশুদ্ধ খাবার পানি এবং স্যালাইন বিতরন করেন। আমাদের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল সমাজের দরিদ্র ও শ্রমজীবী মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য স্বচ্ছল ও সম্পদশালী ব্যক্তিদের উদ্বুদ্ধ করা ।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, মাননীয় কোষাধ্যক্ষ ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ফয়জার রহমান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব পারমিতা জামান এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সাধারণ শ্রমজীবী মানুষের মধ্যে বিনামূল্যে ক্যাপ, বিশুদ্ধ খাবার পানি এবং খাবার স্যালাইন বিতরণ কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মো. বকুল হোসেন এমন মহৎ মানবিক কার্যক্রমে স্বতস্ফূর্ত অংশগ্রহণের জন্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।