গত ২৬ জুন বৃহস্পতিবার ২০২৪ইং তারিখ আইন ও মানবাধিকার বিভাগে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ২০২৪ সালে বার কাউন্সিল থেকে লাইসেন্স প্রাপ্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ১৯ জন নবীন আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে বিভাগের ৪র্থ ব্যাচ এর এলুমনি ও একই বিভাগের প্রভাষক মো: রায়হানুজ্জামান সোহান একটি এলামনাই এসোসিয়েশন গঠনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। এই এসোসিয়েশন গঠনের মাধ্যমে সবাই একত্রিত হয়ে নিজেরদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন। এরপর নবীন আইনজীবীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিশেষ অতিথির বক্তব্যতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফায়জার রহমান
এলামনাই এসোসিয়েশন গঠনে প্রাক্তন ছাত্রদের এগিয়ে আসার আহবান করেন। এলামনাই এসোসিয়েশনের মাধ্যমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ এর নাম ছড়িয়ে পড়ুক সর্বোত্র। এজন্য তিনি সবাইকে যার যার জায়গা থেকে অবদান রাখার অনুরোধ করেন।
প্রধান অতিথির বক্তব্যতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা আইন ও মানবাধিকার বিভাগের এ আয়োজনকে সাধুবাদ জানান। বিশ্ববিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশন গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন পৃথিবীর সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলো এলামনাই এসোসিয়েশনের দ্বারাই পরিচালিত হয়। এরকম এসোসিয়েশন গঠিত হলে ছাত্রছাত্রীরা আরও ভালোভাবে নিজেদের পরিচয় ব্যক্ত করতে পারবে। একই সাথে তিনি সবাইকে একযোগে কাজ করে যাওয়ার জন্য আহবান করেন।
সভাপতির বক্তব্যতে আইন ও মানবাধিকার বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো: ওয়াহিদ বলেন, একটি শক্তিশালী এলামনাই এসোসিয়েশন চাইলে অনেক বড় বড় কাজ করতে পারে। ক্যারিয়ার কাউন্সেলিং থেকে শুরু করে চাকরির প্রতিযোগিতামূলক বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় যদিও নতুন তথাপি বিশ্ববিদ্যালয় ও প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে অচিরেই একটি এসোসিয়েশন গঠন করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এক্ষেত্রে তিনি অগ্রজদের অনুরোধ করেন অনুজদের পরামর্শসহ সবরকম সাহায্য করার জন্য। একই সাথে সবার মধ্যে বন্ধন দৃঢ় করতে ২০২৫ সালের শুরুতে সমস্ত প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের একটি মিলনমেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।