Blockchain Olympiad Bangladesh 2024 এ Blockchain Category তে HONORABLE MENTION AWARD পেয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের টিম Innovator 4o
তারা সুযোগ পাচ্ছে আগামী নভেম্বরে Holland এ অনুষ্ঠিত হতে যাওয়া (geographical region and former province on the western coast of the Netherlands) International Blockchain Ikympiad এ অংশ নেবার।
____________
গত ১০ই সেপ্টেম্বর, মঙ্গলবার প্রকাশিত হয় এবারের BCOLBD'24 এর ফলাফল। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচণায় এবছরের পুরো অলিম্পিয়াডটি অনলাইনেই আয়োজন করা হয়েছিল। যেটা কিনা অন্যান্যবার অনেক জাঁকজমকপূর্ণভাবেই আয়োজিত হয়ে থাকে।
যেখানে প্রায় ২০০+ টিমের মধ্যে প্রিলিমিনারি রাউন্ড শেষে Final Round এর জন্য মাত্র ১৬টি টিমকে All Category তে এবং ৩০ টি টিমকে Blockchain Category তে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
যার মধ্যে Blockchain Category তে ৩টি টিম বিজয়ি হয় এবং ৫টি টিমকে Honorable Mention সম্মাননা প্রদান করা হয়।
________
এর আগে প্রিলিমিনারি শেষে, Final Round এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ থেকে ২টি ক্যাটাগরিতে ২টি টিম নির্বাচিত হয়েছিল।
➤ All Category | Bizcoder
Md Rafiul Islam - 7th Semester
Sohanur Rahman Sojib - 7th Semester
➤ Blockchain Category | Innovator 4o
Fahmida Koli - 6th Semester
Sabbir Ahmed Shameem - 2nd Semester (Team Lead)
Abdus Sobhan - 2nd Semester
Farzana Hoque Zim - 2nd Semester
যার মধ্য থেকে টিম Innovator 4o Honorable Mention সম্মাননা পেয়েছে।
তোমাদের প্রত্যেককেই অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা ????
এখান থেকে বাকি শিক্ষার্থীরাও অনুপ্রেরণা নিতে পারবে।
ফলাফল ঘোষণার লাইভ রেকর্ডিং - https://www.facebook.com/share/v/bMHV26iCRVWVaWCa