বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ১৯তম ব্যাচের(ষষ্ঠ সেমিস্টার) শিক্ষার্থীরা আজ বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র,রাজশাহী (বিসিএসআইআর) পরিদর্শন করেছে। সকাল নয়টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস থেকে বাস বিসিএসআইআরের উদ্দেশ্যে রওনা হয়। এই পরিদর্শনে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৃপ্তি রানী পাল, বিভাগের প্রভাষক নওরিন আরিফা এবং আবু নাসের মোহাম্মদ নাঈম শুরুতে বিসিএসআইআরের বৈজ্ঞানিক কর্মকর্তাগণ শিক্ষার্থীদের দুইটি গ্রুপে বিভক্ত করে সেখানকার সর্বমোট সাতটি ডিভিশনের মধ্যে থাকা সকলে ল্যাব পরিদর্শন করান। এসময়ে তারা ল্যাবে থাকা বিভিন্ন মেশিন,মেশিনের ব্যবহার,তাদের বিভিন্ন প্রজেক্ট,তাদের কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন নতুন প্রোডাক্ট,এবং সর্বোপরি তাদের গবেষণা বিষয়ক অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। যার ফলে শিক্ষার্থীদের মনে প্রশ্নের সঞ্চার হয় এবং গবেষণার প্রতি আগ্রহী করে তোলে। পরিদর্শন শেষে বিসিএসআইআরের পরিচালক ড. সেলিম খানের উপস্থিতিতে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয় এবং শিক্ষক ও শিক্ষার্থীদের অনুভূতি জানানোর সুযোগ করে দেওয়া হয়। ১৯ তম ব্যাচের বিসিএসআইআর পরিদর্শনের সুযোগ করে দেওয়া ও সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেছেন ফার্মেসি বিভাগের সম্মানিত ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. মোসাঃ হাজেরা খাতুন। পরিশেষে ১৯ তম ব্যাচের পক্ষ থেকে বিসিএসআইআরকে ছোট উপহার প্রদানের মাধ্যমে আজকের পরিদর্শনের সমাপ্তি ঘটে।