ইন্টারন্যাশনাল জার্নাল কার্যক্রমের ওয়েবসাইট উদ্বোধন করলো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

ইন্টারন্যাশনাল জার্নাল কার্যক্রমের ওয়েবসাইট উদ্বোধন করলো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

বরেন্দ্র ইন্টারন্যাশনাল জার্নাল ফর ইন্টারডিসিপ্লিনারী রিসার্চ নামক জার্নাল-এর ওয়েবসাইট উদ্বোধন করলো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারী রিসার্চ (সিআইআর)। ২৩ সেপ্টেম্বর ২০২৪ (সোমবার) সকাল ১১ টায় সিআইআর-এর সেমিনার কক্ষে ওয়েবসাইট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচর্য প্রফেসর ড. নুরুল হোসেন চৌধুরী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান। উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, বিভিন্ন স্কুলের ডীন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

জার্নাল ওয়েবসাইট উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা কেক কেটে জার্নাল কার্যক্রমের যাত্রা শুরু করেন। বরেন্দ্র ইন্টারন্যাশনাল জার্নালের চিফ এডিটর এবং সিআইআর -এর পরিচালক প্রফেসর ড. এএইচএম রহমতুল্লাহ ইমন অতিথিবৃন্দের হাতে জার্নালের অনুলিপি তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা বলেন, ‘এই জার্নালের মাধ্যমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শুধু দেশের মধ্যে না, আন্তর্জাতিক পর্যায়েও শিক্ষা ও গবেষণায় ভূমিকা রাখবে।’ বিশেষ অতিথি প্রফেসর ড. নুরুল হোসেন চৌধুরী অভিমত প্রকাশ করেন যে, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জার্নাল প্রকাশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণার এক নতুর দ্বার উন্মোচিত হলো। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণা থেকে শুরু করে তাদের একাডেমিক কার্যক্রমে উপকৃত হবেন।’

অনুষ্ঠানের শেষাংশে প্রফেসর রহমতুল্লাহ ইমন বলেন, ‘দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসরদের নিয়ে বরেন্দ্র ইন্টারন্যাশনাল জার্নালের অ্যাডভাইসরি প্যানেল ও এডিটরী র্বোড করা হয়েছে যাতে জার্নালে ও গবেষণা বৈশিষ্ট্যের মান অক্ষুন্ন থাকে। তিনি আশা ব্যাক্ত করেন আগামী বছর জুনে বরেন্দ্র ইন্টারন্যাশনাল জার্নালে প্রথম ভলিউম প্রকাশিত হবে। সেই লক্ষে তার জার্নাল টিম ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।