উত্তরবঙ্গের অন্যতম স্বনামধন্য ও UGC অনুমোদন প্রাপ্ত রাজশাহীর ১ম বেসরকারি বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর আইন ও মানবাধিকার বিভাগের ৪র্থ বর্ষের ৯ম ও ১০ম সেমিস্টার এর শিক্ষার্থীদের নিয়ে তাদের কোর্স কারিকুলাম এর অন্তর্ভুক্ত “কোর্ট ভিজিট” অনুষ্ঠিত হয় গত ১৬ই অক্টোবর, ২০২৪ ইং তারিখে। আইনের শিক্ষার্থীদের জন্য এই কোর্ট ভিজিট অতীব গুরুত্বপূর্ন যা তাদের মূল কোর্স তথা Professional Ethics & Trial Advocacy তে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কোর্ট ভিজিটের উদ্দেশ্য তাদেরকে কোর্স কারিকুলাম এর মধ্যেই তাদেরকে কোর্টের আচার ব্যাবহার, এডভোকেটদের আচার ব্যাবহার ও কোর্টের অন্যান্য নিয়ম নীতি নিয়ে ধারনা দেওয়া এবং কোর্সের অন্তর্ভুক্ত Mock Trial সেশন এর জন্য প্রস্তুতি ও অনুপ্রেরণা দেওয়া। বিভাগের কো-অর্ডিনেটর আবু নাসের মোঃ ওয়াহিদ স্যার এর দিকনির্দেশনায়, সংশ্লিষ্ট কোর্সের কোর্স শিক্ষক জনাব মোঃ শামসুল ইসলাম এর নেতৃত্বে তাদের নিয়ে যাওয়া হয় জেলা ও দায়রা জজ আদালত, রাজশাহীতে।
আদালতে গিয়ে প্রথমেই রাজশাহী সদর কোর্ট এর সম্মানিত সিনিয়র সহকারী জজ, সদর, রাজশাহী এর বিচারক, মোঃ সেফাতুল্লাহ স্যারের উপদেশ ও নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীরা তাঁর কোর্টে অবস্থান করে। মোঃ সেফাতুল্লাহ স্যার রাজশাহী কোর্টের “রেকর্ড রুম” পরিদর্শনের ব্যবস্থা করে দেন। শিক্ষার্থীরা সকলে অধীর আগ্রহের সাথে তা পরিদর্শন করে। এর পর শিক্ষার্থীরা দলবদ্ধ ভাবে তাদের পছন্দমত কোর্ট প্রাঙ্গণ পরিদর্শন করে এবং বিভিন্ন কোর্টে চলমান বিচার প্রক্রিয়া পর্যালোচনা করে। এর মধ্যে কিছু শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ২ এর “পাবলিক প্রসিকিউটর” এর সাথে আলোচনা করা হয় একটি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো নিয়ে। “নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ২”-এ চলমান কিছু মামলা পর্যালোচনা করতে গিয়ে শিক্ষার্থীরা সম্মানিত বিচারক এর কাছ থেকে “আইনের সুনির্দিষ্ট ব্যাখ্যা (Interpretation on statute)” কিভাবে হয় তার একটি ধারনা পায়। এরপর অন্য আরেকটি কোর্টে “মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১” এর ধারা ৭ মোতাবেক তালাক ও তালাকের নোটিশ সংক্রান্ত বিধান ব্যাখ্যা পূর্বক বিচারক একটি মামলা নিষ্পত্তি করেন যা দেখে শিক্ষার্থীরা ক্লাসে ব্যাখ্যা করা পাঠ্যক্রম সরাসরি উপলব্ধি করে।
কোর্ট ভিজিট শেষে শিক্ষার্থীরা উপলব্ধি করে তারা তাদের ক্লাসের পাশাপাশি এরকম ব্যাবহারিক কার্যক্রম তাদের শিক্ষাজীবনের জন্য খুবই প্রয়োজনীয়। হাজার হাজার বিচারপ্রার্থীর ভীড়ে ফরমাল পোশাকে তথা কালো কোর্ট পরিহিত অবস্থায় তারা নিজেরাও যেন ভবিষ্যৎ জীবনে নিজেদেরকে আইন অঙ্গনের যোগ্য প্রতিনিধি হিসেবে তাদেরকে প্রতিকার দেবার স্বপ্ন চোখে বুনেছিলো সেদিন। এই কোর্ট ভিজিটের সার্থকতা এখানেই!