বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং (এনএফই) কে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগ। হ্যাটট্রিক করেছে মাহিন ।
খেলার প্রথমার্ধের একটি গোল করে জেসিএমএস এবং দ্বিতীয়ার্ধে আরো দুইটি গোল করে । তিনটি গোল করে হ্যাটট্রিক করেছে স্ট্রাইকার মাহিন। খেলায় এনএফই কোনো গোল করতে পারেনি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এনএফই কে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় জেসিএমএস। এর আগে বুধবার (৬ নভেম্বর) ইসলামের ইতিহাস বিভাগের সাথে জয় লাভ করে জেসিএমএস।
খেলা শেষে বিভাগের শিক্ষক মুহাম্মাদ রাকিব হোসাইন বলেন, আজ আমাদের খেলায় পারফরম্যান্স অনেক ভালো ছিল আমরা আগামীতে আরো ভালো খেলব।
এ সময় বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা খেলোয়ারদেরকে উৎসাহ দেয় এবং আনন্দের সাথে খেলাটি উপভোগ করে।
উল্লেখ্য, রোববার (১০ নভেম্বর) সিএসই বিভাগের সাথে জেসিএমএস বিভাগের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।