বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নতুন নতুন আইডিয়া ইনোভেশন সৃষ্টির লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাবের অধীনে কোহোর্ট কমেন্সমেন্ট ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সকাল ১০ টায় স্টার্ট আপ প্রোগ্রাম কোহোর্ট- ৩ ও ৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
একাডেমিক ও শিল্প ক্ষেত্রের ব্যক্তিবর্গ এবং নেতৃবৃন্দের দ্বারা অনুপ্রাণিত হয়ে শিক্ষার মাধ্যমে উদ্ভাবন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি চালনা করার জন্য বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার তুলে ধরতে এই আয়োজন করা হয়। এবার কোহর্টে ২৪ টি গ্রুপে মোট ৯৮ জন শিক্ষার্থী অংশ নেয়।
কমেন্সমেন্ট ডে উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক একেএম আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর মো. মনসুর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব সুরঞ্জিত মন্ডল। এছাড়াও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইটি-এর উপ-পরিচালক ফরিদুজ্জামান খান উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে ফরম আইডিয়া টু এ ফান্ডেড বিজেনস শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রভা হেল্থ-এর সিওও মোহাম্মদ আব্দুল মতিন ইমন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষার অ্যাসিসটেন্ট প্রফসর সাগর রানা সেশন পরিচালনা করেন। তাঁরা উদ্যোক্তা তৈরীতে ইউনিভার্সিটি ইনোভেশন হাবের নানান দিক আলোচনা করেন ও দিক নির্দেশনা দেন।
উল্লেখ্য, ইনোভেশন হাব স্টার্টআপ আইডিয়াকে ইন্ডাস্ট্রি এক্সপার্টের মাধ্যমে বিজনেস মার্কেটে প্রবেশ পর্যন্ত পর্যাপ্ত ট্রেনিং প্রদান করে থাকে। এই প্রোগ্রামে অংশগ্রহনকারী প্রতিটি দল চার মাসব্যাপী হ্যান্ডস অন স্টার্টাপ ট্রেনিং সম্পন্ন করার সুযোগ পাবে। বিজয়ী গ্রুপগুলোকে প্রি-সিড ফান্ডিং-এর আওতায় ইনোভেটিভ প্রোডাক্টের প্রোটোটাইপ তৈরির জন্য নানা অংকের ফান্ড দেয়া হয়।