বিশ্ব অ্যান্টিক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২৪ এর প্রধান আলোচ্য বিষয় "Educate, Advocate, Act Now"।
প্রতিবারের ন্যায় এই বছরও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ, ফার্মা বি ক্লাব কর্তৃক আয়োজিত হয় এই বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। ১৮-২৪ নভেম্বর, পুরো সপ্তাহ ব্যাপী এ সচেতনতামূলক কার্যক্রমটি পরিচালনা করা হয়। রাজশাহী শহরের বিভিন্ন অঞ্চলে সচেতনতামূলক লিফলেট বিতরণ করার মাধ্যমে বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষদের মধ্যে আ্যন্টিমাইক্রোবিয়াল সচেতনতা বৃদ্ধি করা এ আয়োজনের মূল লক্ষ্য ছিল। "Educate, Advocate, Act Now" এর সম্প্রসারণের লক্ষ্যে ফার্মেসী বিভাগ কর্তৃক একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারিটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একুশে নভেম্বর সকাল ১০ ঘটিকায় আয়োজিত হয়। সচেতনতামূলক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফাইজার রহমান স্যার , প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ড. মো. আজিজুর রহমান স্যার, প্রফেসর, ফার্মেসী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এছাড়াও ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীগণ। এ বিশেষ সেমিনারটির সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান ( ভারপ্রাপ্ত) ড. মোছা. হাজেরা খাতুন ম্যাডাম।
প্রধান আলোচক প্রফেসর ড. মো. আজিজুর রহমান স্যার তার বক্তব্যে আ্যন্টিমাইক্রোবিয়াল রেজিসস্ট্যান্সের ভয়াবহতা তুলে ধরেন। প্রতিবছর প্রায় ৭০ লক্ষ মানুষের মৃত্যু হয় শুধুমাত্র আ্যন্টিমাইক্রোবায়োল রেজিসস্ট্যান্সের প্রভাবে। এর বিশেষ কারণ হিসেবে তিনি উল্লেখ্য করেন "self medication", যার বিশেষ উদাহরণ হলো ডাক্তারের পরামর্শ ব্যতীত যত্রতত্র এন্টিবায়োটিকস ঔষধ সেবন করা। তাই সবাইকে সচেতনতার লক্ষ্যে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান অতিথি প্রফেসর ড. মো. ফাইজার রহমান তার বক্তব্যে বলেন "আমাদেরকে সচেতনতা হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে এবং তিনি তার ব্যক্তিজীবনের অভিজ্ঞতার আলোকে বলেন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসস্ট্যান্স এর ভয়াবহতা থেকে বের হওয়ার জন্য সকলকে নিজ নিজ জায়গা থেকে এ সম্পর্কে সঠিক জ্ঞান আহরণ করতে হবে এবং তা চারপাশে ছড়িয়ে দিতে হবে"।
উক্ত সেমিনারের সভাপতি ড. মোছা. হাজেরা খাতুন অতিথিবৃন্দের হাতে শুভেচ্ছাস্মারক তুলে দেওয়ার মাধ্যমে সম্মানিত করেন এবং সমাপনী বক্তব্য রাখেন। সেখানে তিনি আ্যন্টিমাইক্রোবায়োল রেজিসস্ট্যান্সের কুফল সম্পর্কে সবাইকে অবহিত করেন এবং এন্টিবায়োটিকসের অপব্যবহার সম্পর্কে সচেতন হওয়ার জন্য সবাইকে আহ্বান করেন।
ফার্মা বি ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানটি সফলভাবে পরিসমাপ্তি ঘটে।
সেমিনারের পরবর্তী সময়ে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগীয় শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণের মাধ্যমে অ্যান্টিমাইক্রোব্যাল রেজিসস্ট্যান্সের ভয়াবহতা তুলে ধরেন।